প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০

ফ্রান্সে মহানবী(সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ,কাউখালীতে মানববন্ধন ও বিক্ষোভ- সমাবেশ।

কাউখালী(পিরোজপুর) প্রতিনিধিঃ- পিরোজপুরের কাউখালীতে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজ শুক্রবার তার জন্মদিনে উপজেলার বিভিন্ন মসজিদের মুসল্লি ও নবী প্রিয় জনতার উদ্যোগে মানববন্ধন বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং ফ্রান্সের সকল পণ্য বর্জনের দাবি করেন।বাংলাদেশ সরকারের কাছে দাবি বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান। বক্তারা বলেন ইসলাম ধর্মাবলম্বীরা কোন ধর্মের নেতাকে নিয়ে কোন কটুক্তি করে না। কিন্তু ইসলাম ধর্মের প্রিয় নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে যারা বেঙ্গ করবে তাদেরকে কোন ক্ষমা করা হবে না। ফ্রান্সের এই অপমান এক বিন্দু রক্ত থাকতে কোন মুসলমান মেনে নেবে না বলেও হুশিয়ারি দেন বক্তারা । দ্রুত সময়ের মধ্যে ফ্রান্স মুসলিম বিশ্বের কাছে ক্ষমা না চাইলে ফ্রান্সকে বয়কটের আহ্বান জানানো হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন বাইতুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা মহিবুল্লাহ সালেহী। এসময় উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সমাবেশে বক্তব্য রাখেন ২নং আমড়াজুড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা চান,শিক্ষক লোকমান হোসেন, মাস্টার হাফিজুর রহমান, মাস্টার মেহেদী হাসান নয়ন প্রমূখ।




error: Content is protected !!