জগন্নাথপুরে মুক্তিযোদ্ধার পরিবারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন ; বীর মুক্তিযোদ্ধা মনা মিয়া
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় এক মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানী মুলক নারী নির্যাতন মামলার অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধা পরিবারের সূত্রে জানা যায় উপজেলার চিলাউড়া ইউনিয়নের ইসমাঈলচল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনা মিয়া (৬৫) তিনি জানান, বছর দুয়েক পূর্বে তাঁর প্রতিবন্ধী ছেলে জসিম উদ্দিন ওরফে মোতাকাব্বির (২৬)এর সাথে পার্শবর্তী গ্রামের আছহাব উদ্দিনের মেয়ে ফাতেমা বেগম (২৩) সাথে উভয় পরিবারের মতামতের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়৷ বিয়ের কিছু দিন যেতে না যেতেই প্রতিবন্ধী স্বামী মোকাব্বির কে মানুষিক নির্যাতন করতো তার স্ত্রী,এমনকি গায়ে পর্যন্ত হাত তুলতে দ্বিধাবোধ করতো না ফাতেমা বেগম। কতিত নারী নির্যাতন সাজানোর ঘটনার দিন সকালে সিলেটে চিকিৎসার উদ্দেশ্য বাড়ী থেকে বের হন বীর মুক্তিযোদ্ধা মনা মিয়া ও সাথে ছিল তাঁর ছোট মেয়ে সাবিনা বেগম(২৩), তাকে সাথে নিয়েই সিলেট ওসমানী মেডিকেল কলেজে শারীরিক অসুস্থতা জনিত কারণে তিনি ভর্তি হন। বিকেলে মুক্তিযোদ্ধা মনা মিয়ার মোবাইলে কল আসে তাঁর বাড়ীতে ঝগড়াঝাটি হয়েছে, খবর পেয়ে তিনি বাড়ীর উদ্দেশ্য সিলেট থেকে রওনা দেন পথিমধ্যে স্থানীয় ইউপি সদস্য টাকন মিয়ার সাথে তিনি কথা বলতে বলতে বাড়ীতে আসেন, এসে দেখতে পান উনার প্রতিবন্ধী ছেলে মোতাকাব্বির কে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও বেধরক প্রহার করে ফাতেমা বেগম ও তার ভাই বুরহান উদ্দিন (৩৫) লোকমান উদ্দিন (৩০) উভয়-পিতা, আহছাব উদ্দিন উনারা তাদের ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে ফাতেমা বেগম তার ভাইদের সাথে তড়গড়ি করে বাপের বাড়ি চলে যায়।
পরদিন ফাতেমা বেগম একটি প্রভাবশালী মহলের ইশারায় জগন্নাথপুর থানায় কতিত নির্যাতের অভিযোগ তুলে নারী ও শিশু নির্যাতন আইনে একটি হয়রানি মুলক মামলা দায়ের করেন প্রতিবন্ধী স্বামী জসিম উদ্দিন ওরফে মোতাকাব্বির (২৬) তাঁর শশুর মুক্তিযোদ্ধা মনা মিয়া, (৬৫), শাশুড়ী চমকুল বিবি(৫৮), ননদ সাবিনা বেগম(২৫), চাচা শশুর নানু মিয়া (৪০), সহ একই পরিবারের ৫ জনের উপর মামলা করেন ফাতেমা বেগম।
মুক্তিযোদ্ধা মনা মিয়া বলেন,ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় ও আমি, আমার মেয়ে সহ আমার পরিবারের ৫জন নিরপরাধ লোক সাজানো নাটকে নারী নির্যাতন মামলার আসামী হয়েছি,এরছেয়ে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে..?তবে তিনি দাবী করেন, প্রশাসন সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করলে সঠিক তথ্য বেড়িয়ে আসবে,একটি মহল আমায় সামাজিক, পারিবারিক ভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করতে উঠেপরে লেগেছে। আমরা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি৷