কাউখালীতে সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সাঈদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কাউখালী(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ সাঈদকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদয় দাফন করা হয়েছে। সোমবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলার কাঠালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এর আগে কাউখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বেলা সাড়ে ১১টায় প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে হারুন অর রশিদ সাঈদকে রাষ্ট্রের পক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক গার্ড অব অর্নার প্রদান করেন। জোহরের নামাজ বাদ তার প্রতিষ্ঠিত কাঠালিয়া কারিগরি স্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক করস্থানে তাকে দফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পিরোজপুর-২ আসানের সংসদ সদস্য ও জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন, অধ্যক্ষ শাহ্ আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর।
গত রবিবার (২৩ আগষ্ট) বিকেল ৫টার সময় ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হারুন আর রশিদ সাঈদ ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, তিন মেয়েসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।