পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিটের ১২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে॥
রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি; কলাপাড়ায় নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট থেকে উৎপাদিত ১২০ মোওয়াট বিদ্যুৎ ১মবারের মত পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রীডে সংযুক্ত হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে এ ইউনিটটি জাতীয় বিদ্যুৎ গ্রীডের সাথে সফলভাবে সংযুক্ত হয়।
১৩৬ কিলোমিটার দীর্ঘ ডাবল সার্কিটের হাই ভোল্টেজ লাইনটি তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পটুয়াখালী সদর হয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় নব
নির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়েছে। এ মাসের মধ্যেই দ্বিতীয় ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূককভাবে জাতীয় গ্রীডে দিতে সক্ষম হবে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ
বিদ্যুৎ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী জর্জিস তালুকদার।