মোঃ মেজবাউল হোসেন- নীলফামারী (ডিমলা) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। অদ্য ২৮ আগষ্ট (শুক্রবার) বিকাল ০৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা ছোট ময়দান এলাকায় এ ঘটনা ঘটেছে। শিশুটি এলাকার মোহাম্মদ আলীর ৩য় পুত্র মুন্না হাসান (০২)।
ঘটনাস্থলে গেলে এলাকাবাসী সুত্রে জানা যায়, অদ্য সকাল থেকে মোহাম্মদ আলীর বাড়িতে পারিবারিক জমি-জমা মাপজোক এর কাজ চলছিলো। এমতাবস্থায় মুন্না সবার পিছে ছোটাছুটি করতে গিয়ে পূর্বে দুইবার পুকুরের পাড়ে পড়ে যায়। পরিবারের লোকজন কাছাকাছি থাকায় তাকে পুকুর থেকে তুলে নিয়ে আসে।
এদিকে বিকেল ৪টার দিকে পরিবারের লোকজন কাজে ব্যস্ত হয়ে পড়লে মুন্না আবারও পুকুরের পানিতে পড়ে যায়। ঘটনার কিছু মুহূর্ত পর লোকজনের দৃষ্টিগোচর হলে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও তিনি জানায়, “শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।”