মোংলায় ইউএনওর বাসার নিরাপত্তায় আনসার মোতায়েন

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

আলী আজীম,মোংলাঃ

নিরাপত্তার জন্য বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার(৪ সেপ্টেম্বর) বিকালেই মোংলায় এ আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হয়।

গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের বাসায় সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় গুরুতর আহত ওই ইউএনওকে এয়ার অ্যাম্বুল্যান্সযোগে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই অনভিপ্রেত ঘটনা ঠেকাতে বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার জন্য তাঁর বাসভবনে এ আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা ও ভিডিপি কর্মকর্তা।

বাগেরহাট জেলা আনসার ও ভিডিপি অফিস রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।এছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কারণে সরকারের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন সহকারী কমিশনার(ভূমি) নয়ন কুমার রাজবংশী।

উল্লেখ্য যে,রাতেই বাগেরহাট জেলার ৯টি উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তার জন্য ৪জন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, শুক্রবার সন্ধ্যা থেকে আনসার সদস্যরা আমার বাসভবনের সামনে ডিউটি শুরু করেছেন। তাঁরা এ সংক্রান্ত পত্র আমাকে দিয়েছেন।




error: Content is protected !!