নীলফামারীর ডিমলায় মাদকসেবী কর্তৃক কিশোর ছুরিকাঘাতে জখম।

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

মোঃ মেজবাউল হোসেন,নীলফামারী(ডিমলা)প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় নিজ বাসার সামনে মাদকসেবন করতে নিষেধ করায় বাসা মালিকের ছেলেকে ছুরিকাঘাতে জখম করেছে এক মাদকসেবী যুবক।

অদ্য শনিবার (৫ই সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ডিমলার টুনিরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বাবুল ইসলামের পুত্র মেহেদী হাসান (১৭) তাদের বাসার সামনে একই এলাকার আনারুল ইসলামের মাদকসেবী পুত্র মামুন ইসলাম(১৮) কে নেশা করতে নিষেধ করায় তাদের মধ্যে বাকদন্দের সৃষ্টি হয়। বাকদন্দের এক পর্যায়ে মামুন তার পকেটে থাকা ধারালো ছুরি বের করে মেহেদীকে এলোপাথাড়ি জখম করে।

এমতাবস্থায় আশপাশের লোকজন ঘটনাটি দেখতে পেলে তাড়াতাড়ি ছুটে এসে মামুনের হাত থেকে মেহেদীকে রক্ষা করে তৎক্ষণাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, মামুন দীর্ঘদিন ধরে মাদকসেবনের সাথে জড়িত। সে ইতিপূর্বে ডাঙ্গারহাট নামক এলাকায় একই ঘটনা সৃষ্টি করতে গিয়ে গণধোলাইর শিকার হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ডিমলা থানায় অভিযোগ করা হয় এবং ঘটনাটি নিয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।




error: Content is protected !!