কিশোরগঞ্জের হোসেনপুরে সন্ত্রাসী আনজু বাহিনীর নামে গ্রামবাসীর সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর সিদলা ইউনিয়নের কড়ইকান্দি গ্রামে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা,চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল, গাছ কর্তন, ভাংচুর লোটপাট,খুন করা হুমকি, মিথ্যা মামলায় ফাসাঁনোর চেষ্টাসহ সন্ত্রাসী আনজু বাহীনির অত্যাচার বন্ধে দাবিতে গ্রামবাসী সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
এ উপলক্ষে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হোসেনপুর মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গ্রামবাসীর পক্ষে মোঃ শাহাব উদ্দিন জানান, সিদলা ইউনিয়নের কড়ইকান্দি গ্রামের আনজু মিয়া,রিটন মিয়া,কাঞ্চন মিয়া,কামরুল মিয়া ও সামাদ মিয়াসহ আরো কয়েকজন নিয়ে এ গ্রামে আনজু বাহীনি গঠন করে।
এ বাহীনি গ্রামের নিরীহ মানুষদের ওপর দির্ঘদিন ধরে অমানষিকতা নির্যাতন,জুলুম, চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল, গাছ কর্তন, বাড়ি ঘরে ভাংচুর ও লোটপাট,খুন করা হুমকি, মিথ্যা মামলায় ফাসাঁনো চেষ্টাসহ নানা অপকর্ম করে আসছে। তাদের ভয়ে কেউ এলাকায় মুখ খুলতে সাহস পায়না। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী আনজু বাহীনির লোকজন বকুল মিয়ার বাড়ি ঘরে ভাংচুর ও লোটপাট চালায়। এসময় বকুল মিয়ার চাচি রহিমা আক্তার বাধা দিলে তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনাকে ভিন্ন খাতে নিতে মার্ডার মামলায় গ্রামবাসীকে ফাসানোর জন্য আনজু মিয়া নিজের বড় ভাইয়ের বিধবা স্ত্রী সখিনা খাতুনকে রাম দা দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে। বর্তমানে সখিনা খাতুন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত ১৬ জুলাই কড়ইকান্দি ব্যবসায়ী কুতুব উদ্দিন বাজার থেকে বাড়ি ফেরার পথে আনজু বাহীনি লোকজন গতিরোধ করে অর্তকীত হামলা চালায়। এ ঘটনায় গত ২৩-০৭-২০২০ তারিখে হোসেনপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৬/৮৪। এ ঘটনার জের ধরে গত ৭ আগষ্ট একই এলাকার রোফ মিয়ার উপর ফের হামলা চালায় এ বাহীনি। এ ঘটনায় রোফ মিয়ার ছেলে আজিজুল হক ৮ আগষ্ট হোসেনপুর থানার আনজু বাহীনির বিরোদ্ধে মামলা করেন। মামলা নং-৩/০৮/২০২০।
তাছাড়া, ওই গ্রামের আঃ ছাত্তারের জমি জোরপূর্বক দখল করায় গত ২০-১২-২০১৯ তারেিখ কিশোরগঞ্জ নির্বাহী ম্যেজিস্টেট্ট আদালতে মামলা করেন আঃ ছাত্তার। মামলা নং-৯৭৪/২০১৯। মামলা দায়ের করায় আনজু বাহীনির লোকজন মিথ্যা মার্ডার মামলার ফাসানোর চেষ্ট ও খুন করা হুমকি দেওয়ায় গত ২৮-০১-২০২০ তারিখে একটি জিডি করেন তিনি। জিডি নং-১০০৫।
অপরদিকে একই এলাকার আব্দুল লতিফের জমি জোরপূর্বক দখল করে নিয়ে যায়। অসহায় আব্দুল লতিফ গত ০১-০১-২০২০ তারিখে তার বিরোদ্ধে নির্বাহী ম্যেজিস্টেট্র আদালতে মামলা দায়ের করেন। মমালা নং-০২-২০২০।
তাই মাদক ব্যবসা,চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল, গাছ কর্তন, ভাংচুর লোটপাট,খুন করা হুমকি, মিথ্যা মামলায় ফাসাঁনোর চেষ্টাসহ সন্ত্রাসী আনজু বাহীনি প্রতিনিয়ত করে যাচ্ছে। তাদের অত্যাচার বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোক্তভোগী গ্রামবাসী একত্রিত হয়ে এ সংবাদ সম্মেলনের মাধ্যে আইশৃঙ্খলা বাহীনির হস্তক্ষেপ কামনা করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল লতিফ, কুতুব উদ্দিন, নাজমুল মিয়া,আব্দুল ছাত্তার, আল-আমিন, আজিজুল হক। সাংবাদিকদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকা ও এশিয়ান টিভির প্রতিনিধি এস এম তারেক নেওয়াজ, দৈনিক ভোরে ডাক পত্রিকার প্রতিনিধি সঞ্জিত চন্দ্র শীল, পদ্মা টিভি ২৪ প্রতিনিধি সাংবাদিক এস এম রিফাত, মোঃ সোহেল মিয়া,লিটন আহম্মেদ, সাগর আহম্মেদ, আব্দুল কাদির প্রমূখ।