কাকাইলছেওয়ে চোলাইমদের রমরমা ব্যবসা, প্রতিরাতে চালান হচ্ছে শত শত লিটার চোলাইমদ সামাজিক অপরাধ বৃদ্ধির আশংখা

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

নিজস্ব প্রতিনিধি- কাকাইলছেওয়ের সাহানগর ঋষিপাড়ায় চোলাইমদের রমরমা ব্যবসা। প্রতিরাতে বিভিন্ন স্হানে চালান হচ্ছে শত শত লিটার চোলাইমদ। এতে করে সামাজিক অপরাধ বৃদ্ধি পাওয়ার আশংখা করছে এলাকাবাসী।
জানা যায়,
আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের সাহানগর ঋষিপাড়ায় দীর্ঘদিন যাবৎ রমরমা ভাবে চলছে চোলাইমদের ব্যবসা। বিষয়টি এলাকায় চাওর হলে, সংশ্লিষ্ট প্রশাসনের নজর কাড়ে। পর উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন চোলাইমদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যপক পরিমাণ চোলাইমদ জব্দ ও ধ্বংস করেন। এ ছাড়া এক চোলাইমদ বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানের পর চোলাইমদ উৎপাদন ও বিক্রি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তাই কিছুদিন বন্ধ থাকার পর সম্প্রতি আবারও ওই ঋষিপাড়ার কতিপয় নারী পুরুষ চোলাইমদ উৎপাদন শুরু করেছে। এলাকার লোকজন জানায়, প্রায় প্রতিরাতে কিশোরগঞ্জের ইটনার গজারিয়া গ্রামের এক কুখ্যাত চোলাইমদ বিক্রেতা ওই পাড়া থেকে ইঞ্জিনের নৌকা যোগে শত শত লিটার পাচার করে নিয়ে যাচ্ছে। এ ছাড়াও একই এলাকার জনতাগঞ্জ বাজার মিটামইনের কাটখাল ও সুনামগঞ্জের শাল্লার সেননগর সহ বেশ’কটি এলাকায় পাচার করা হচ্ছে। এ ছাড়া আজমিরীগঞ্জ পৌর সদর ও ইউনিয়নের কতিপয় চিহ্নিত মাদকসেবী বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীররাত অবদি সাহানগর গ্রামের অদূরে কাকাইলছেও- আজমিরীগঞ্জ সড়কে মোটরসাইকেল দাঁড় করিয়ে রেখে চোলাইমদ নিয়ে আসে বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানায়। এতে করে সামাজিক অপরাধ প্রবণতা আশংখাজনক ভাবে বৃদ্ধি পাবে বলে এলাকাবাসীর ধারনা।




error: Content is protected !!