নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

মোঃতারিফুল আলম তমাল
শেরপুর জেলা প্রতিনিধিঃ
“দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শেরপুরের নকলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ময়মনসিংহ বিভাগের পরিচালক অতিরিক্ত সচিব মোঃ আব্দুল আলীম। আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গণভবন থেকে সরাসরি সম্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন দিক নির্দেশনামূলক ভাষণ শ্রবন করেন। পরে পরিচালক মোঃ আব্দুল আলীম নকলা পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পর্যবেক্ষণ ও সকলের সাথে মতবিনিময় করেন।




error: Content is protected !!