মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার বিনামূল্যে চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

হাবিব হাসান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা (মানিকের টেক) গ্রামের দেড় শতাধিক মানুষকে ২৭ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক সমাজকর্মী রুবেল খানের নিজস্ব অর্থায়নে ও বিক্রমপুর রক্তদান সংস্থার সহযোগিতায় বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়,ডায়াবেটিস পরিক্ষাসহ দেড় শতাধিক মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিক্রমপুর রক্তদান সংস্থার সদস্য ও সিরাজদিখান উপজেলা ছাত্রলীগ নেতা মো. তুসার শেখ, বালুচর ইউনিয়ন ছাত্রলীগ নেতা হোসাইন রাফি, ইছাপুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাহিম হোসেন, মো. সবুজ খান, মো. বায়জিদ, মো মাহমুদ, মো. সিহাব, মো.সোহেলসহ প্রমূখ।

সমাজকর্মী ছাত্রলীগ নেতা রুবেল খান বলেন
আমি আমার নিজস্ব অর্থায়নে আমার গ্রাম এবং আমার পাশের গ্রামের দেড় শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা প্রদান করেছি। আমি সমাজের ভালো কাজে সকলের সাথে মিলেমিশে করতে চাই এবং আমার এই কাজ আগামীতেও অব্যাহত থাকবে।




error: Content is protected !!