হাটহাজারী সংবাদদাতাঃ
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (দঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে বলে জানিয়ে দ্রুত বাংলাদেশে অবস্থানরত ফ্রান্সের দূতকে তলব করার আহবান জানান প্রধানমন্ত্রীর প্রতি। শুক্রবার(৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা ফতেপুর ইউনিয়ন শাখার আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইটস্থ চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে মানববন্ধনে বক্তারা কথাগুলি বলেন, ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মহি উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মিনহাজের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইসলামী ফ্রন্ট হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক সেকান্দর মিয়া।
প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্রসেনা হাটহাজারী দক্ষিণের সভাপতি মুহাম্মদ জাবেদ। বিশেষ বক্তা ছিলেন যুবনেতা আলমগীর হোসেন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ হেলাল, আলমগীর, মাওলানা আবু বক্কর, মাওলানা শাহেদ, জাবেদ, ফোরকান, হাফেজ নুরুল আলম, আলী, বাবর, মাসুম, আরিফ, মিনহাজ, কাউছার, জমির, সাইফুল, এহসান, করিম, রুবেল, আনিস, সাহাবুদ্দিন, ফারুকসহ অসংখ্য নেতাকর্মী। মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল ১নং গেইট হতে মদনহাট, জামতল হয়ে পুনরায় ১নং গেইটে এসে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।