মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
হাবিব হাসান মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ১১ – নভেম্বর ২০২০ উদযাপিত হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে এ সংগঠনটি।
দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
গত ১১- ১১ -২০২০ তারিখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হল। সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানের শুরুতেই আওয়ামী যুবলীগের যেসব কর্মীবৃন্দ বিগত দিনে মৃত্যুবরণ করেছেন তাদের শ্রদ্ধা নিবেদন করেন এক মিনিট নিরবতার মাধ্যমে ,কেক কেটে অনুষ্ঠানটি শুরু করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস-চেয়ারম্যান মইনুল হাসান নাহিদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ লস্কর এর সঞ্চালনায় এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয় ,
এ সময় বিশেষ অতিথি ছিলেন এমপি বরাদ্দ কমিটির উপজেলা সমন্বয়কারী প্রধান এসএম সোহরাব হোসেন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার,জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. ফেরদাউস আলম খান । উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, চিত্রকোট ইউপি চেয়ারম্যান শামসুল হুদা বাবুল,
এছাড়া আরো ছিলেন উপজেলা যুবলীগ সাবেক আহবায়ক রাকিবুল ইসলাম, যুবলীগ সদস্য জাহিদ সিকদার, জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাঈদ, কৃষকলীগ সভাপতি দ্বীন মোহাম্মদ লালু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তালুকদার বাবু, সাধারণ সম্পাদক চঞ্চল চৌধুরী, জেলা ছাত্রলীগ সহ সভাপতি মহসিন রেজা, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
তবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উপজেলা আওয়ামী যুবলীগের সিংহ পুরুষ ও উপজেলা ভাইস চেয়ারম্যান ময়নুল হাসান নাহিদ।