ভাতকুড়া সুতারবাড়ী দিপাবলী কালীপূজা অনুষ্ঠিত।

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

আলামিন খান টাঙ্গাইল।
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের (ভাতকুড়া সুতারবাড়ী যুব সংঘ) এর উদ্যোগে ঐতিহ্যবাহী ভাতকুড়া গ্রামের সুতারবাড়ীতে (৫ম) দিপাবলী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা উপলক্ষে শনিবার সন্ধ্যায় সুতারবাড়ী গোপাল সুত্রধরের নিজ আঙ্গিনায় ও নিজেদের অর্থায়নে প্রদীপ প্রজ্জ্বলন, রাতে ভোগ নিবেদন, ও প্রসাদ বিতরণ করা হয়। এসময় এলাকার পূজারী, ভক্ত ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিবছর ভাতকুড়া সুতারবাড়ীতে পাঠা বলি, পায়েশ, লুচি, ও নিরামিষ ইত্যাদি দিয়ে পূজা অনুষ্ঠিত হয়। যথাযথ ধর্মীয় মর্যাদায় শরৎকালে দূর্গাপূজার অষ্টমী পূজা, কার্তিক মাসে দীপাবলি পূজা, মাঘ মাসে রটন্তী কালীপূজা এবং শ্রাবণ মাসে মনসা দেবীর পূজা হয়ে আসছে যুগ যুগ ধরে। পূজার পুরোহিত বলেন, আমি দীর্ঘদিন যাবত ধারাবাহিকভাবে পূজা করে চলেছি। প্রতিবছর ঐতিহ্যবাহী ভাতকুড়া এলাকায় পূজা হয়। ভাতকুড়া এলাকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের লোকজন অত্যন্ত আন্তরিকতার সাথে পূজায় অংশগ্রহণ এবং সহযোগিতা করেন। গোপালসুত্রধরের পূর্ব পুরুষরা এই ঐতিহ্যবাহী ভাতকুড়ায় বসবাস, স্থাপন, ও পূজা শুরু করেন। নির্ধারিত টিনের ঘরের ভিতরে পূজা করা হয়। এলাকাবাসী ও ভক্তরা বলেন, আশা করি আমরা সবাই মিলে মিশে প্রতিবছর এই উৎসব পালন করে আসবো। আরো জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবো। দিপাবলী পূজা সঞ্চালনা করেন, নিরাঞ্জন সুত্রধর ফাইলা, সুমন সুত্রধর গোষ্ট, রিদয়, বিশ্বজিৎ, উত্তম, নুপুর, তপু, মাধব, অর্পণ সহ আরো অনেকে। এসময় ভাতকুড়া দিপাবলী পূজায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, করটিয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার আজমেরী রহমান মুন্নী, সমাজ সেবক ও সংবাদকর্মী আলামিন খান, সমাজ সেবক সোলায়মান হোসাইন, সমাজ সেবক ও ইউপি প্রার্থী রুবেল খান, সুজন খান, কাদের মিয়া, পাভেল খান, রিয়াদ খান সহ এলাকার সকল শ্রেনী পেশার মানুষ পূজা উদযাপনে অংশ গ্রহন করেন।




error: Content is protected !!