তাহিরপুরে ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

১৯৭১ সালের ১৬,ডিসেম্বর আজকের এই দিনে বিকেলে ঢাকার রেসকোর্স ময়দানে(বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে)পাকিস্তানি হানাদার বাহিনী নিঃশর্তভাবে আত্নসমর্পণ করেছিল।

আজ ১৬ই,ডিসেম্বর। মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবময় ও অহংকারের দিন।

লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত,স্বামী-সন্তানহারা নারীর অশ্রুধারা,দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে দৈর্ঘ্য ৯মাস যুদ্ধ শেষে অর্জিত আজকের এই মহান বিজয় দিবস।

আজকের এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্নপরিচয়ের ঠিকানা ও লাল-সবুজের পতাকা।যেসব বীর সন্তানের প্রানের বিনিময়ে এই পতাকা ও চিনিয়ে এনেছে বিশ্বের মানচিত্রে আত্নপরিচয়ের ঠিকানা। তাদের শ্রদ্ধা জানানোর মাধ্যমেই আজ এই দিবসের মহিমা প্রকাশ পাচ্ছে।

আজ বুধবার সূর্যদয়ের সাথে সাথে ট্যাকেরঘাট শহীদ মিনারে তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ,আনন্দ র‍্যালি ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সিনিয়র-সহ সভাপতি আব্দুর রহিম,যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মনিরউজ্জামান মনির,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,প্রচার ও প্রকাশনা সম্পাদক কানচন,দপ্তর সম্পাদক আব্দুর রউফ,সহ-সম্পাদক রিপন আহমদ,৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জহির মিয়া,২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,২নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন,৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এরশাদ মিয়া,যুবলীগ নেতা মোবারক, শিপন হায়দার, রাজু আহমেদ, আইনল মোল্লা,শফিকুল ইসলাম রফি,এনামুল হক প্রমুখ।

এসময় উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগ নেতারা বলেন,বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। তবে তা একদিনে অর্জিত হয়নি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর আহ্বানে ও নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় চুড়ান্ত বিজয়। আমরা আজ বিনম্র চিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে,যাঁর অপরিসীম ত্যাগ ও আপোষহীন নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বিনম্র শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের প্রতি।

ঐতিহাসিক বিজয় দিবসে আমরা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।




error: Content is protected !!