মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিক্ষার্থীদের ভলিবল ও ব্যাডমিন্টন খেলার ফাইনাল অনুষ্ঠিত ।

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আন্তঃ শ্রেনী ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল শনিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক্তন ছাত্র ও বর্তমান ছাত্রদের মধ্যে ভলিবল খেলায় প্রাক্তন ছাত্র দল বিজয়ী ও ব্যাডমিন্টন খেলায় মেয়েদের লালদল সবুজদলকে হারিয়ে জয়লাভ করে এবং ছেলেদের ব্যাডমিন্টন খেলায় কাজী নজরুলদলকে হারিয়ে রবীন্দ্রনাথ দল জয়লাভ করে। রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কৃষিবিদ মুকসুদ আলম খান মুকুট। এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. রাসেল শেখ, সহ- প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মিয়া। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরকার উৎপল কুমার, ইয়াছিন আলী, শাহ জালাল, আল- আমিন, সুফিয়ান খান, মো. মনির হোসেন, মৃত্যুঞ্জয় দে, রেজাউল করিম, পরিমল হালদার। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক সাধন দাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। আন্তঃ স্কুল খেলায়

বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




error: Content is protected !!