নোয়াখালীতে আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীতে ‘আউট অব স্কুল চিলড্রেন’ শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালাটি আয়োজন করে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। এতে সহযোগিতা করে জেলা প্রশাসন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা।
অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নোমান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম। বক্তব্য রাখেন প্রকল্পের লিড অর্গানাইজেশন এন-রাশ এর প্রধান নির্বাহী আবুল হাশেম।কর্মশালার শুরুতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সম্পর্কিত মূল প্রতিবেদন উপস্থাপন করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহাকারী পরিচালক বিদ্যুত রায় বর্মণ। তিনি জানান, ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা বঞ্চিত শিশু ও স্কুল ঝরে পড়া শিশুদের নিয়ে ৫ বছর মেয়াদী এ কার্যক্রম চলবে নোয়াখালী সদর, কোম্পনীগঞ্জ, বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায়। সরকারের এ উদ্যোগ শিক্ষা বঞ্চিত শিশু ও ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে সহায়ক হবে।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।