রবিউল ইসলাম সুইট, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ও প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুভার্বে এবং শ্রমিক সংকটের কারনে কৃষকের জমির ধান কাটে মাড়াই করে ঘরে তুলে দিলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলা ও পৌর ছাত্রদল।
আজ সকালে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসুচীর অংশ হিসাবে উপজেলার আলীহাট ইউনিয়নের মহেশপুর গ্রামের কৃষক মিজানুর রহমানের প্রায় দুই বিঘা
জমির পাকা ধান কাটা মাড়াই করে ঘরে তুলে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় হাকিমপুর পৌর বিএনপি’র যুগ্ন-সম্পাদক ভিপি মোফাজ্জল হোসেন মোফা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হোসেন ধান
কাটার শুভ উদ্বোধন করেন। ছাত্রনেতা মোঃ আনোয়ার হোসেন খাঁনের নেতৃত্বে জাহিদ ইকবাল রানা, মোনোয়ার হোসেন, রেইন, চঞ্চল, সেতু, আসমান বাবু, বকুল, মামুন, গিয়াস উদ্দিন ও সাখাওয়াত হোসেন সহ
অনেক ছাত্রনেতা একাজে অংশ গ্রহন করেন।