হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১

আসলাম পারভেজ, হাটহাজারী★
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, মাদ্রাসা পরিদর্শনের মূখ্য উদ্দেশ্য ছিল আল্লামা শফীর কবর জিয়ারত করা। তাছাড়া উদ্দেশ্য এই বাংলাদেশ আমাদের মধ্যে যাতে সম্প্রীতি বজায় থাকে। সম্প্রীতি বজায় রেখে আমরা যেন ইসলাম ও ধর্ম এ দুইটা জিনিস যাতে নিয়ম তান্ত্রিকভাবে মুসলমান ধর্মালম্বীরা অনুসরণ করতে পারে। এছাড়া ভিন্ন ধর্মালম্বীরাও শান্তিতে থাকতে পারে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাদ্রাসা পরিদর্শনকালে ধর্মপ্রতিমন্ত্রীর সাথে ছিলেন ধর্ম মন্ত্রনালয়ের সচিব ড. নুরুল ইসলাম, অতিরিক্ত সচিব (হজ্ব) আবদুল হামিদ জামারদার, ইসলামি ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ডিজি ফারুক আহমদ, চট্টগ্রাম বিভাগের পরিচালক আবুল আহসান মো. বোরহান উদ্দিন, উপ-পরিচালক মো.সেলিম উদ্দিন ও সহকারী পরিচালক মো. মনিরুজ্জামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক ও হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মাও. ইয়াহিয়া, মুফতি জসিম উদ্দিন, মাও আহমদ দিদার, মুফতি হুমায়ুন কবির, মুফতি আবু সাইদ, মাও. নুরুল আবছার আল আজহারী, আনোয়ার শাহ আল আজহারী এবং মাও.শফিউল আলম উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি   এম এ  সালাম, উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলম চৌধুরী রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট  মোহাম্মদ আলী,  সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, উপজেলা যুবলীগের সভাপতি আকতার হোসেন এবং যুবলীগের সাধারন সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি প্রমুখ।




error: Content is protected !!