মুন্সীগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতারা।
হাবিব হাসান মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি,
গত ২৩ এপ্রিল রোজ শুক্রবার সকাল ০৬ঃ০০ টায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে কৃষক আবুল বেপারীর ৬ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
শ্রীনগর উপজেলার শ্যামসিসিদ্দি ইউনিয়নের গাদিঘাট গ্রামের কৃষক আবুল বেপারীর ৬ বিঘা ফসলী মাঠে থাকা পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ । এদিন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমানের নেতৃত্বে আড়িয়াল বিলের কৃষকের জমির ধান কাটতে শুরু করেন ২৫-৩০ জন নেতাকর্মী।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ্ লিটন,কাজী মোয়াজ্জেম হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আযিম, মহিলা বিষয়ক সম্পাদক এড. সালমা হাই টুনী, উপ- ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, একেএম আজগর আলী, আবু জাফর, ফয়সাল আহমেদ, জাহাঙ্গীর হোসেন বাবর, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ প্রমুখ।