কলাপাড়া হাসপাতালে ডায়রিয়া রোগীদের জরুরী ঔষধ সহায়তা দিলেন এমপি অধ্যক্ষ মহিব ॥
রাসেল কবির মুরাদ ,পটুয়াখালী প্রতিনিধি ঃ কলাপাড়ায় ডায়রিয়া
আক্রান্ত রোগীদের ভালো চিকিৎসা সেবা নিশ্চিতকরন ও বিনামূল্যে সরবরাহের
জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইভি ও ওআরএস স্যালাইন হস্তান্তর করলেন
স্থানীয় সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি। বুধবার শেষ
বিকেলে কলাপাড়া হাসপাতাল-এ শাহজালাল ইসলামী ব্যাংক লি:-এর পরিচালক ও
শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এমপি’র বড় ভাই ইঞ্জিনিয়ার
তৌহিদুর রহমান’র সৌজন্যে এ জরুরী ঔষধ সহায়তা হস্তান্তর করা হয় উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া ইউএনও আবু হাসনাত
মোহাম্মদ শহিদুল হক, শাহজালাল ইসলামী ব্যাংক লি:’র কলাপাড়া শাখার
ব্যবস্থাপক মো: তরিকুল ইসলাম হিরন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গসহ গনমাধ্যম
কর্মীরা।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময়
হাওলাদার বলেন, ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য ১ হাজার পিস আইভি স্যালাইন
ও ২ হাজার পিস ওআরএস স্যালাইন হাসপাতালে সরবরাহ করেছেন এমপি মহোদয়। এতে
কলাপাড়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় ঔষধের আর কোন সংকট
থাকছেনা ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিববুর রহমান জানান, নির্বাচনি এলাকায়
সাধারণ মানুষ ডাইরিয়া আক্রান্ত হলে হাসপাতালে এসে বিনামূল্যে যেনো
চিকিৎসা সেবা পায় এবং ওষুধ সঙ্কটে না ভোগে এ লক্ষ্যে এসব জরুরি ওষুধ
সরবরাহ প্রদান করা হয়েছে। বিগত দিনে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও
প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ অঞ্চলের মানুষের পাশে থাকবো।