উপকূলজুড়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপে ৩ দিনের মাঝারি ও ভারী বৃষ্টিতে বিপযর্স্থ জনজীবন ॥

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১

রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়া-কুয়াকাটাসহ
উপকূলজুড়ে দক্ষিন-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব ব্যাপকভাবে প্রভাব বিস্তার
লাভ করেছে। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি
হয়েছে। এর প্রভাবে কলাপাড়ার পায়রা বন্দও সংলগ্œ বঙ্গোপসাগর বেশ উত্তাল
রয়েছে।

বুধবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে।শুক্রবার
সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৪২.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এতে বিপযর্স্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে
বেশি ভোগান্তিতে পড়েছেন নি¤œ আয়ের শ্রমজীবি মানুষ। অনেক নিচু এলাকায়
জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এদিকে পায়রা সমুদ্র বন্দর এলাকায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া
বয়ে যাওয়ার শংকায় নদী বন্দরকে ১ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে
বলেছে আবহাওয়া অফিস।




error: Content is protected !!