কাকাইলছেওয়ে রেনু থেকে রুপান্তরিত মাছের পোনা নদীতে অবমুক্ত

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের ঘরদাইরে রেনু থেকে রুপান্তরিত মাছের পোনা উন্মূক্ত নদীতে অবমুক্তকরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান ও উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন।
জানা যায়,
আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের ঘরদাইর গ্রামের অদূরে আজ মঙ্গলবার দুপুর অনুমানিক ১ টায় হাওর বিধৌত উপজেলায় মৎস্য সম্পদে সম্পদশালী হয়ে উঠার লক্ষে, দূর্যোগপূর্ণ আবহাওয়া ও বর্ষণ মূখর দিনে উপজেলা মৎস্য অফিসার আনিছুর রহমান এর আয়োজনে ২০২০-২১ অর্থবছরের রাজস্ব তহবিলের আওতায় বিল নার্সারির মাধ্যমে রেণু থেকে রূপান্তরিত মাছের পোনা উন্মুক্ত নদীতে অবমুক্ত করা হয়। অবমুক্ত করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্ত্তুজা হাসান ও উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন।




error: Content is protected !!