লকডাউনের তৃতীয় দিনে হাটহাজারীতে ৪২ মামলায় ১২,২০০ টাকা জরিমানা

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

আসলাম পারভেজ,হাটহাজারী★: সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনে হাটহাজারীতে ৪২ মামলায় ৪২ জনকে ১২,২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মোটর সাইকেল, ব্যক্তিগত প্রাইভেট কার, সিএনজি বেবী ট্যাক্সিযোগে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরির দায়ে এই জরিমানা করা হয়। কঠোর লকডাউন বাস্তবায়নে শনিবার ( ৩ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন ও সহকারী কমিশনার ( ভূমি) শরীফ উল্যাহ পরিচালিত দুটি ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি টহল জোরদার করেছে র‍্যাব ও সেনাবাহিনী ও পুলিশ।
শনিবার উপজেলার হাটহাজারী বাসস্টেশন, হাটহাজারী কলেজ গেইট, সরকারহাট, চারিয়া, ১ নং বিশ্ববিদ্যালয় গেইট, মদনহাট, ইসলামিয়াহাট, চৌধুরীহাট ঘুরে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ও ফার্মেসী ব্যতিত সকল ধরণের শপিং মল ও দোকানপাঠ বন্ধ ছিল। রোগী, জরুরী খাদ্য ও বিদেশগামী যাত্রী পরিবহনে রাস্তায় মাঝে মধ্যে কয়েকটা সিএনজি বেবী ট্যাক্সি, প্রাইভেটকার, মাইক্রো চলাচল করলেও সকল প্রকার গণপরিবহন চলাচল বন্ধ ছিল। তবে মোটর চালিত রিক্সা ছিল চোখে পড়ার মত। এছাড়া হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মানুষকে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ার জন্য নিরুৎসাহিত করছে প্রশাসন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, সচেতনতা সৃষ্টিসহ কঠোর লকডাউন বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে প্রশাসন।




error: Content is protected !!