কলাপাড়ায় করোনা পরিস্থিতির ৪র্থ দিনে লকডাউনের ১৮জনকে জরিমানা ॥

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১

রাসেল কবির মুরাদ ,পটুয়াখালী প্রতিনিধি ঃ কলাপাড়ায় মহামারি
করোনা পরিস্থিতি লকডাউনের চতুর্থ দিনে কলাপাড়ায় কোভিট-১৯ এর বিধিনিষেধ না
মানায় ১৮জনকে ৩৪ হাজার ৮’শত টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার সকাল থেকে দুপুর পযর্ন্ত কলাপাড়া পৌর শহর নতুন বাজার, পাখিমারা
বাজার ও শেখ কামাল সেতু সংলগ্ন এলাকায় পথচারি ও ব্যবসায়ীদের এ জরিমানা
করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা
সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল। এসময় বরিশাল শেখ হাসিনা
সেনানিবাসের সেনাবাহিনী, পুলিশ সদস্যরা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জরিমানাকৃতরা হচ্ছে এ.জে ইলেকট্রনিক্স ১২হাজার টাকা, অশোক এন্ড
ব্রাদ্রার্সকে পাঁচ হাজার টাকা, সাব্বির টেইলার্স তিন হাজার টাকা,ইয়াস
বস্ত্রালয় পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। এছাড়াও ১৪জন পথচারিকে
বিনা কারনে বাইরে হওয়ার ৯হাজার ৮’শত টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান
আদালত।

কলাপাড়া নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু
মন্ডল সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের মধ্যে নিয়ম ভঙ্গ করার কারণ ও
দোকান খোলার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন
১৮জনকে ৩৪ হাজার ৮’শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।




error: Content is protected !!