মিঠুন গোস্বামী রাজবাড়ীঃ
রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গাজী রুমা নাসরিন (৪২) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলেজশিক্ষকা গাজী রুমা নাসরিন ছিলেন রাজবাড়ী শহরের ২ নম্বর বেড়াডাঙ্গার নাজমুল আলম চৌধুরীর স্ত্রী। স্বামী নাজমুল আলম চৌধুরী অংকুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান রয়েছে।
তার বাবার বাড়ি জেলা শহরের লক্ষ্মীকোল গ্রাম৷ সে ছিলো বাবা-মায়ের আট সন্তানের মধ্যে পঞ্চম ও বোনদের মধ্যে দ্বিতীয়।
আত্মীয়-স্বজনদের মাধ্যমে জানাযায়, কিছুদিন আগে ছেলেকে নিয়ে ভর্তি পরীক্ষার জন্য ঢাকায় যান তিনি। সেখানে ছোট ভাইয়ের বাসায় ছিলেন তিনি। সেখান থেকে রুমা ও ছোট ভাইয়ের স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হন। শুক্রবার দুজনের ডেঙ্গু ধরা পড়ে। এরপর রুমা রাজবাড়ীতে চলে আসেন। রাজবাড়ীতে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তিন দিন আগে তাঁকে ঢাকার সমরিতা হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে। বুধবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে রুমা মারা যান।