চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের ১৮০জন ছাত্রছাত্রীর মাঝে সনদপত্র বিতরণ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ১৮০ জন ছাত্র-ছাত্রীর মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এসব ছাত্রছাত্রীরা এ সনদপত্র অর্জন করেছে। সনদপত্র বিতরণ উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের হল রুমে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা টেনিক্যাল ইনন্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জি. ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী গাজীউর রহমান গাজী। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাসের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, আইনজীবি মিজানুর রহমান মিজান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম তোতা, হাফিজ জামান বাদল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক বাকি বিল্লা, সাংবাদিক মহিদ আহমেদ চৌধুরী। অন্যানদের মাঝে উপস্থিতি ছিলেন, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, শংকর শীল, প্রবাসী ফরিদ মিয়া তালুকদারসহ। এন আই সুবেল এর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইন্সট্রাক্টর জেসমিন সুলতানা, লিয়াকত আলী খান, জ্যোৎন্সা আক্তার, মনির মিয়া, আব্দুল্লাহ আল মামুন, ফয়ছল মিয়া, ছাত্রছাত্রীদের পক্ষে বায়োজিদ ইমন ও সুইটি আক্তার প্রমুখ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী গাজীউর রহমান গাজী বলেন, বর্তমান যুগে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। আইসিটি জ্ঞান অর্জনের পাশাপাশি সবাইকে সব সময় এর ব্যবহারের উপর সচেতন থাকতে হবে। তথ্য প্রযুক্তি মানুষকে এখন বহুদূর নিয়ে গেছে। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের সহযোগিতা করার আশ্রাস দেন। উল্লেখ্য যে, চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাস সহ শতভাগ পাশ করে আসছে। উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক যুবতি আত্ম কর্মসংস্থানের সুযোগ লাভ করছে।