শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভায় আমার হবিগঞ্জ পত্রিকার ডিক্লারেশন বাতিলের দাবী

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ

সামাজিক দুরত্ব বজায় রেখে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্য নিবার্হী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ব্রাক্ষণডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল হোসেন জজ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান চৌধুরী, আব্দুল্লাহ সরদার, বাবুল অধিকারি, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মাসুদউজ্জামান মাসুক কাউন্সিলর, নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী সেবন, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ মেম্বার, ভারপ্রাপ্ত সাধারন মোঃ আছকির মিয়া, ব্রাক্ষণডুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী দিলু, সাধারন সম্পাদক বদরুল আলম দিপন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, সাবেক ছাত্রলীগ নেতা আহমেদ কবির, আব্বাস উদ্দিন তালুকদার।

সভায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপিকে হেয় পতিপন্ন করার লক্ষে বিভিন্ন আপত্তিকর সংবাদ প্রকাশ করায় আমার হবিগঞ্জ পত্রিকার ডিক্লারেশন বাতিল ও সুশান্ত দাশ গুপ্তের শাস্তির দাবি করে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে স্বারক লিপি প্রধান করা হয় প্রশাসন কে।
এছাড়াও এমপি আবু জাহির এর বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এছাড়াও বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।




error: Content is protected !!