মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
সোনাইমুড়ীতে মাদক, জঙ্গিবাদ নির্মূল ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে সোনাইমুড়ী থানার আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম পিপিএম। থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদের সভাপতিত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান, অতিঃ পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মুর্তাহিন বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) এ এন এম সাইফুল আলম খান।বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, পৌরসভা মেয়র ভিপি নূরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোছাইন ভূঁইয়া, জয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আকবর পলাশ।এ সময় উপস্থিত ছিলেন চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, জেলা আওয়ামী লীগ সদস্য আবু সায়েম, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম, মহিলা আওয়ামী লীগ সভাপতি লুবনা মরিয়াম সুবর্ণা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গোলাম মাওলা, পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফেজ আবু বকর সিদ্দিক দুলাল, মোতালেব প্লাজার স্বত্বাধিকারী হিরন পাটোয়ারী, উপজেলা যুবলীগ আহবায়ক খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ ইয়াছিন ভূঁইয়া, নিজাম উদ্দিন নান্নু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক দিলদার হোসেন নোবেল, সাধারণ সম্পাদক নূর উদ্দিন শামিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, পুলিশ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিবিদ ও ইউপি সদস্যবৃন্দ এবং অন্যান্য শ্রেণি-পেশার মানুষ।