হিলিতে বিনামুল্যে কৃষকদের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

রবিউল ইসলাম সুইট, হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে বিনামুল্যে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ ও খরচ বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে।

১৪ জুন দুপুরে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনামুল্যে এই সবজি বীজ ও অর্থ প্রদান করেন।

উপজেলার তিনটি ইউনিয়নের ৯৬ জন কৃষকদের ১০ গ্রাম মুলা বীজ, ০২ গ্রাম করলা, ২.৫ গ্রাম ঝিঙা, ২.৫ গ্রাম লাউ (মধুমতি), ৫০ গ্রাম লালশাক (ললিতা), ৫০ গ্রাম পুইশাক ( মাধবী), ০১ গ্রাম বেগুন, ২০ গ্রাম ডাটা (পান্না), ২০ গ্রাম পালঙ্ক শাক (সাথী), ৫০ গ্রাম কলমি শাক (এসপি) ও ২.৫ গ্রাম বটবটি (১০৭০) বীজ বিনামুল্যে দেওয়া হয়েছে। এছাড়াও সার বাবদ ৪৩৫ টাকা, বেড়া বাবদ ১০০০ টাকা ও পরিচার্য বাবদ ৫০০ টাকা মোট ১৯৩৫ টাকা কৃষকদের প্রদান করা হয়।

উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন বলেন, করোনা মোকাবিলায় সরকার কৃষি বিভাগে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। তার মধ্যে বিনামুল্যে কৃষকদের মাঝে সবজি বীজ ও নগদ অর্থ প্রদান। করোনার ঝুঁকি কমাতে কৃষকরা সবাই সব্জি চাষ করবে। নিজেদের সকল চাহিদা নিজেই পুরন করবেন। সরকারের নির্দেশ আবাদি কোন জায়গা ফাঁকা রাখা যাবে না।
এছাড়াও কিভাবে সবজি বাগান কৃষকরা তৈরি করবেন সে বিষয়ে কৃষি অফিসার ও কৃষি বিষয়ক মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দেন।




error: Content is protected !!