ঝিনাইদহের মহেশপুর বাঁশবাড়িয়া ইউনিয়নে একজন করোনা ভাইরাসে আক্রান্ত
মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
গত ৫ দিনের ব্যবধানে ঝিনাইদহের মহেশপুরে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মহেশপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫। নতুন করে আক্রান্ত মহিলার বাড়ি উপজেলার বাঁশবাড়িয়া ইউপির ভৈরবা গ্রামের বিদ্যুৎ অফিস পাড়ায়। তিনি এখন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএচএন্ডএফপিও ডাঃ আঞ্জুমানারা বেগম জানান, গত ১ তারিখে করোনা উপস্বর্গ নিয়ে সে মহেশপুর হাসপাতালের আইসলোয়েশনে চিকিৎসাধীন ছিল এবং ১ তারিখে করোনা টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করে খুলনা ল্যাবে টেস্টে জন্য পাঠানো হয়। রবিবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি আরো জানান তার পরিবারে অন্য এক সদস্যের নমুনা সংগ্রহ করে ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়েছে। তারা ঢাকা থেকে এসেছে। সেখান থেকে সংক্রমিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায় তার বাড়িসহ সংস্পর্শে আশা ব্যাক্তিদের বাড়িও লক ডাউন করার জন্য ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। উল্লেখ্য ৯ জুন ঝিনাইদহ জেলায় ৪ জনের করোন পজেটিভ রিপোট আসে। এরমধ্যে মহেশপুরে একজন। এছাড়া ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে ৩ জন চিকিৎসাধীন রয়েছে, অপর দুইজন করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়িতে অবস্থান করছে।