সেনবাগের ৫ চেয়ারম্যান ও ১১ মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
আগামী ১৫ জুন শেষ ধাপে অনুষ্ঠিতব্য নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫জন স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী ও ১১ জন সদস্য (মেম্বার)প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহষ্পতিবার বিকেলে সেনবাগ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ সাইফুল ইসলাম স্বতন্ত্র চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যাহার কৃতরা হলো মোহাম্মদপুর ইউনিয়নের মোঃ গিয়াস উদ্দিন, ছালা উদ্দিন, মোঃ নুরুল হুদা, অর্জুনতলা ইউনিয়নে মোঃ ছালা উদ্দিন, কেশারপাড় ইউনিয়নে শহীদুল্লাহ।
মেম্বাররা হলো অর্জুনতলা ইউনিয়নের ৬নং ওয়াডের জহিরুল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোঃ হারুন, কেশারপাড় ইউনিয়নের ৭ ওয়ার্ডের মোঃ নুরুজ্জামান, ২ নং ওয়ার্ডের মোঃ রুহুল আমিন, ৭নং ওয়ার্ডে মোশারেফ আলম, ৪নং ওয়ার্ডের কবির হোসেন,
সেনবাগ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ১৫ জুন শেষ ধাপে অনুষ্ঠিতব্য সেনবাগ উপজেলার ৩ট ইউনিয়নে চেয়ারম্যান ২৯জন পদে প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। আগামী কাল শুক্রবার স্বতন্ত্র চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।উল্লেখ্য সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ৬টি ইউপি ও একটি পৌরসভায় নির্বাচন আগে অনুষ্ঠিত হয়ে গেছে। আগামী ১৫ জুন সেনবাগ উপজেলার বাকী ৩টি ইউনিয়ন কেশারপাড়,অর্জুনতলা ও মোহাম্মদপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ৩টি ইউনিয়নে ২৯জন চেয়ারম্যান, ১৪০ সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে ৩৩জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। শেষ ধাপে অনুষ্ঠিতব্য ওই ৩টি ইউপিতে নির্বাচনকে ঘিরে ওই এলাকার ভোটার সহ পুরো এলাকায় ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে।