শায়েস্তাগঞ্জে  জাতীয় মৎস্য সপ্তাহে উপলক্ষে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২

 

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর  ,  শায়েস্তাগঞ্জ ( হবিগঞ্জ)  প্রতিনিধি ঃ  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ  জাতীয় মৎস্য সপ্তাহ  ২০২২ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে  । শনিবার ( ২৩ আগষ্ট )  সকাল ১১ টায় উপজেলা মৎস্য অফিসের কার্যলয়ে জাতীয়  মৎস্য সপ্তাহ ২০২২ ও বাস্তবায়ন কমিটির আয়োজনে  ” বেশি বেশি মাছ চাষ করি ,  বেকারত্ব দূর করি   ”  এ  প্রতিপাদ্যকে  সামনে রেখে  জাতীয়  মৎস্য সপ্তাহের  কর্মসূচি  ঘোষণা করা হয়  ।  উপজেলা মৎস্য অফিসার  কনিক চন্দ শর্মা  সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব ,  সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হাসান রতন  ,  উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহ মোঃ হুমায়ুন কবির   ,  সাধারণ সম্পাদক মোঃ হামিদুল হক বুলবুল  ,  উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর  ,  উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ কামরুজ্জামান আল রিয়াদ   ,  উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী  ,  নতুন ব্রীজ আঞ্চলিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  মোতাব্বির হোসেন কাজল  ,  মুহিন শিপন  ,  সুমন দাশ  ,  মিন্টু  মিয়া  প্রমুখ  ।  উপজেলা মৎস্য অফিসার কনিক চন্দ শর্মা  বলেন  ,  শায়েস্তাগঞ্জ উপজেলা মাছের ঘাটতি পূরণে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে  । তবে উপজেলায় চাহিদা ১ হাজার  ৫৭০ মেট্রিক  টনের বিপরীতে  উৎপাদন হচ্ছে ৫০৫ মেট্রিক টন মাছ  । প্রয়োজনের তুলনায় উপজেলায় এখন ও ১ হাজার  ৬৫ মেট্রিক টন মাছের  ঘাটতি রয়েছে  ।  পরিসংখ্যান অনুযায়ী শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি পুকুর আছে  ১৬ টি  এবং  বেসরকারি পুকুর আছে ৮২৪ টি ।




error: Content is protected !!