সিরাজদিখানে বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ( ইনসাব) এর পরিচিতি সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,
দুনিয়ার মজদুর এক হও এ স্লো গানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন( ইনসাব) কমিটির  পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে  ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় সিরাজদিখান উপজেলা মোড় সংলগ্ন মিলায়াতনে।
 সিরাজদিখান ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন শাখা  এর সভাপতি শেখ মোঃ ইয়াছিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ মহিউদ্দীন আহমেদ ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল আলম তানভীর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছনিম আক্তার , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সিরাজদিখান শাখা ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন চোকদার,
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সিরাজদিখান শাখার সাধারণ সম্পাদক আলমাস শেখ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা ইঞ্জিনিয়ার এলজিইডি মোঃ রেজাউল ইসলাম,বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ  আলী হোসেন , বিক্রমপুর ডিজাইনার বিল্ডার্স এর প্রধান কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ শাহিন হোসেন, উপজেলা তাতীলীগের সভাপতি মোঃ রাসেল শেখ, সংগঠনের উপদেষ্টা মোঃ হারুন অর রশিদ, উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন মুন্সি,
ইমারত নির্মাণ কেন্দ্রীয় কমিটির নেতা গোলাম রাব্বানী,জালাল আহমেদ, আজিজুর রহমান,শরীফ মিয়া,সহ সংগঠনের কার্যকারী সভাপতি মোহাম্মদ  আশরাফ হোসেন, সহ-সভাপতি নয়ন সর্দার, মোহাম্মদ  ফারুক শেখ, মোহাম্মদ জাহাঙ্গীর,মোহাম্মদ  হারুন খান,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ,যুগ্ম সম্পাদক মোহাম্মদ  বেল্লাল,প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন শ্রমিকদের পাশে তিনি ছিলেন আছেন এবং ভবিষ্যতে ও থাকবেন তিনি সংগঠনের সফলতা কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর শ্রমিকদের কাজের ঝুঁকির দিক বিবেচনায় বলেন আপনারা যেখানেই কাজ করবেন খেয়াল রাখবেন আপনাদের সেফটি ঠিকভাবে আছে কি না? ঠিক থাকলেই আপনারা কাজে জোগ দিবেন   এছারাও আপনারা আপনাদের অধিকার সংরক্ষণের জন্য  অধিকার সম্পর্কে জানতে হবে তাই আপনারা ট্রেনিংয়ের ব্যবস্থা নিবেন আমি আপনাদের সহোযোগিতা করবো কোন অবৈধ কাজ করবেন না।



error: Content is protected !!