নীলফামারীতে স্কুল চলাকারী স্কুল ড্রেস পড়ে কোন শিক্ষার্থীকে বাহিরে হোটেল, রেস্টুরেন্ট কিংবা পার্কে পাওয়া গেলেই আটক করা হবে. জেলা পুলিশ সুপার
মো.সাগর আলী, নীলফামারী: নীলফামারীতে স্কুল চলাকালীন কোন শিক্ষার্থীকে হোটেল রেস্টুরেন্ট কিংবা পার্কে পাওয়া গেলে তাকে আটক করার নির্দেশ দিয়েছেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। নীলফামারীতে মাদক আর জুয়া চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন তিনি।
এছাড়াও স্কুল কলেজের সামনে এমনকি পাড়া মহল্লায় কোন বখাটে ঘোরাফেরা করলে তাদেরও আটক করে গোয়েন্দা কার্যালয়ে(ডিবি) নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে মাঠে অনুষ্ঠিত ’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে এই ঘোষণা দেন নবাগত পুলিশ সুপার।
সৈয়দপুর থানার আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিন হোসেন।
মাদকের বিস্তার রোধে আগামী একমাসের মধ্যে সবাইকে নিয়ে নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার ঘোষণাও দেন এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।