রাকিব উদ্দিন লস্কর :হবিগঞ্জ থেকে। হবিগঞ্জ জেলায় ৯টি উপজেলায় তিন শতাধিক পূজামন্ডপ ঝুঁকিপূর্ণ বলে তথ্য পাওয়া গেছে। আগামী পহেলা অক্টোবর থেকে শুরু হতে যাওয়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। জেলার ৯ উপজেলায় ১৩৮ টি পূজামন্ডপকে অতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়েছে প্রশাসন। জেলা গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে, এ বছর হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় সার্বজনীন পূজামন্ডপের সংখ্যা ৬৭৩ টি। এ ছাড়াও ব্যক্তিগত ভাবে আরো ২২ টি পূজা মন্ডপ রয়েছে। সার্বজনীন পূজামন্ডপের মধ্যে ১৩৮ টি অতি ঝুঁকিপূর্ণ, ২০১ টি ঝুঁকিপূর্ণ ও বাকিগুলো সাধারণ। ঝুঁকিপূর্ণ, অতিঝুঁকিপূর্ণসহ পূজামন্ডপ গুলোতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গেছে। জেলা গোয়েন্দা বিভাগের কর্মকর্তা সৈয়দ মোস্তফা বলেন, পূজা মন্ডপের আধিক্যের কারণে এতে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জ। তবে চেষ্টা থাকবে সকল মন্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করার। তিনি আরো বলেন সার্বক্ষণিক অবস্থা মোকাবিলার প্রস্তুতি থাকবে।