মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে-  গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি৷

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২
নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি  হবিগঞ্জ -১ (নবীগঞ্জ- বাহুবল)আসনের সংসদ সদস্য জননেতা গাজী মোহাম্মদ শাহনওয়াজ
 (মিলাদ গাজী) বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে,দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায়
ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলস ভাবে কাজ করছে সরকার৷
তিনি আরো বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাই দেশের সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে   সংসদ সদস্য এই জননেতা,শারদীয় দুর্গাপূজার এই উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে৷ বর্তমান সরকার সবসময়ই সনাতন ধর্মাবলম্বী সহ সকল ধর্মের মানুষকে যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য সরকার নিরাপত্তা নিশ্চিত করেছে৷ গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি পরিশেষে আরো বলেন, আমার মরহুম পিতা প্রয়াত মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী মহোদয় যেভাবে সকল ধর্মের মানুষের একদম কাছে থেকে সবসময় সুখে,দুঃখে কাজ করে গেছেন, সেই ধারাবাহিকতায় পিতার আদর্শ বুকে ধারণ ও অনুসরণ করে তিনিও কাজ করছেন৷
২ অক্টোবর দুপুর ১২টায় সংসদ সদস্য জননেতা গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির বাসভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাহুবল উপজেলা শাখার সভাপতি  বাবু নিখিল চন্দ্র সাহা,
সাধারন সম্পাদক বাবু সঞ্জয় কান্তি পাল,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাহুবল উপজেলা শাখা।
সাধারণ সম্পাদক আরাধন দেব,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিরপুর উ/পি।সদস্য জয়বিন্দু পাল সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন, এসময় বাহুবল  পূজা উদযাপন পরিষের সভাপতি ও সম্পাদক সহ নেতৃবৃন্দের নিকট নগদ ১লক্ষ ৪ হাজার টাকা প্রদান করেন৷ এই নগদ অনুদান পেয়ে বাহুবল পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মাননীয় সাংসদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন৷



error: Content is protected !!