নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২
মোঃ সাগর আলী, নীলফামারীঃ “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর)জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে  পুলিশ লাইন হতে একটি র্যালি বের হয়ে শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ফিরে এসে আলোচনা সভায় মিলিত হন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস.এম শফিকুল আলম ডাবলু।
স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.আমিনুল হক পাটাশ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, ডিবি (ওসি) খঃমো. আখেরুজ্জামান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ঠিকাদার  মিজানুর রহমান, সহ পুলিশের কর্মকর্তা ও সদস্য গন।



error: Content is protected !!