অপহরেণ ৮দিন পরেও স্কুল ছাত্রী বিবি খাদিজাকে উদ্ধার করতে পারেনি পুলিশ

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২২
লালমোহন (ভোলা)  প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে অপহরেণ  প্রায় ৮ দিন পরেও লালমোহন উপজেলা ধীন চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজার এলাকার দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেণির পড়ুয়া ছাত্রী বিবি খাদিজা বেগমকে উদ্ধার করতে পারেনি লালমোহন থানা পুলিশ। এ ঘটনায় স্কুল ছাত্রী বিবি খাদিজার পরিবার থানায় মামলা করেও কোন প্রতিকার না পেয়ে দ্বাঁরে দ্বাঁরে ঘুরছেন। এদিকে স্কুল ছাত্রী বিবি খাদিজা বেগম অপহরণ হওয়ায় আসামীদের বিরুদ্ধে মামলা করায় মামলার বাদী মোসাঃ আমেনা বেগমকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আসামীরা।
মামলার বিবরণে জানাযায়, লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রবাসী মোঃ হারুন এর একমাত্র মেয়ে বিবি খাদিজা বেগম হরিগঞ্জ দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ে অস্টম শ্রেণিতে পড়া-লেখা করে। দীর্ঘদিন ধরে চরভূতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোঃ ফজলুর ছেলে মোঃ রাসেল (২১) স্কুল ছাত্রী বিবি খাদিজাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। এ ঘটনা রাসেলের অভিভাবকে জানালালে তাদের মানসম্মান ক্ষুন্ন হয়েছে বলে খাদিজার পরিবারের উপর ক্ষিপ্ত হয় রাসেলের পরিবার। এসব ঘটনায় খাদিজা দীর্ঘদিন স্কুলে আসাযাওয়া বন্ধ করে দেয়। রাসেলের এসব ঘটনা খাদিজা তার পরিবারকে জানায়। এতে রাসেল আরও ক্ষিপ্ত হয়।
২৯ অক্টোবর-২০২২ সকাল অনুমান পৌনে ৯টারদিকে বিবি খাদিজা পায়ে হেটে দ্বীপশিখা স্কুলের দিকে রওয়ানা হলে ৯টার সময় স্কুলের পশ্চিম পাশে ৩নং ওয়ার্ড পাকা রাস্তার উপর পুর্ব থেকে ওৎ পেতে থাকা আসামী ফজলু, মাসুদ, নুর আলম ও রাবেয়াদের প্ররোচনায় রাসেল ঝাপটে ধরে বিবি খাদিজাকে একটি সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনারপর পরই বিবি খাদিজার পরিবার বিভিন্নস্থানে খোঁজা-খুঁজি করে না পেয়ে ৩১ অক্টোবর-২০২২ ইং খাদিজার মোসাঃ আমেনা বেগম বাদী হয়ে  মোঃ রাসেল, মোঃ ফজলু, মোঃ মাসুদ, মোঃ নুর আলম, মোসাঃ রাবেয়া বেগমসহ ৫জনকে আসামী করে  লালমোহন থানায় মামলা করেন। মামলা  নং ৩১ তারিখ ৩১/১০/২০২২ দায়ের করেন। মামলার বাদী মোসাঃ আমেনা বেগম জানান, থানায় মামলা করার ৮দিন অতিবাহিত হলেও পুলিশ আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন, খাদিজার মা মোসাঃ আমেনা বেগম।



error: Content is protected !!