প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নের্তৃত্ব ও দুরদর্শিতায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ -এমপি শাওন

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২
এনামুল হক রিংকু  লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ, কিটনাশক, কৃষি যন্ত্রাংশ বিতরণ করছে, আর
বিএনপি-জামাত জোট সরকারের সময়ে সারের জন্য কৃষকদেরকে প্রাণ দিতে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষক বাঁচাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নের্তৃত্ব ও দুরদর্শিতায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
উপজেলার ৩৭৫০ জন হতদরিদ্র  কৃষকের মাঝে বোরো ধান, মুগ, গম, সয়াবিন, ভুট্টা, খেসারি, সরিষা, সূর্যমূখী ও বাদামের ২৩.৫৫ মেট্রিক টন বীজ ও ৩৩.৪ মেট্রিক টন রাসায়নিক সার বিতরণ করা হবে।
ভোলার লালমোহনে  বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি ২০২২/২৩ মৌসুমে বিনামূল্যে ৩৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে রাসায়নিক সার ও বীজ  বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে  ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এ-সব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনামিকা নজরুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার,সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম,
ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কৃষি কর্মকর্তা এএফএম  শাহাবুদ্দিন, লালমোহন  প্রেস ক্লাবের সভাপতি রুহুল আমিন প্রমূখ  ।



error: Content is protected !!