ফের উৎপাদনে ফিরেছে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩
আলী আজীম, মোংলা (বাগেরহাট):
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর ) বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয। এরই মধ্যে প্রথম ইউনিট চালু হওয়ার পর উৎপাদিত ৪৮০ মেগাওয়াট  বিদ্যুৎ জাতীয় গ্রীড লাইন সরবরাহ হচ্ছে। এর আগে গত ৫ নভেম্বর সকাল সোয়া ছয়টায় যান্ত্রিক ত্রুটির কারণে দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.)লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ার উল আজীম বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে  ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে। সন্ধ্যা থেকে উৎপাদিত ৪৮০ মেগাওয়াট যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয়  ইউনিটের উৎপাদন স্বাভাবিক হবে বলে জানান তিনি।
গত বছরের ১৭ ডিসেম্বার বিদ্যুৎ উৎপাদন শুরুর পর ১৪ জানুয়ারী বিদ্যুৎ কেন্দ্রটি প্রথম যান্ত্রিক ত্রুটির কারনে বন্ধ হয়ে যায়। এর পর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল,৩০ জুন,১৬ জুলাই,৩০ জুলাই,১৫ সেপ্টেম্বর এবং সর্বশেষ ৫ নভেম্বর যান্ত্রিক ত্রটির কারনে বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।



error: Content is protected !!