কলাপাড়াসহ উপকূলে ঘূর্নিঝড় মিগজাউমের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন, পায়রা বন্দরে ২ নম্বর হুশিয়ারী সংকেত
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নিঝড় মিগজাউম আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সোমবার থেকে কলাপাড়াসহ উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। তবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর শান্ত রয়েছে। বাতাসের চাপ তেমন লক্ষ করা যায়নি।
ঘূর্নিঝড় মিগজাউম মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পায়রা সমুদ্র বন্দর থেকে ১৩৭৫ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩৪৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৫০০ কিলোমিটার ও চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৫৩০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থান করছিলো।
তাই দেশের সব সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারী সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই বেশিরভাগ মাছধরা ট্রলার খাপড়াভাঙ্গা শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।