হিলি স্থলবন্দরে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

রবিউল ইসলাম সুইট,হিলি(দিনাজপুর)প্রতিনিধি:
হিলি স্থলবন্দর দিয়ে বর্ষার মৌসুমের শুরুতেই ভারত থেকে কাঁচা মরিচের আমদানি।
দেশি কাঁচা অতি বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ায় মরিচের দাম বৃদ্ধি ও বাজারে ব্যাপক চাহিদা থাকায় সোমবার দুপুরে প্রথম চালান দেশে প্রবেশ করে। এল সি মূল প্রতি মেঃ টন ৪ শ মার্কিন ডলার এবং প্রতি কেজিতে কাষ্টমস শুল্ক দিতে হচ্ছে ২১ টাকা।
কাঁচামরিচ আমদানিকারক জানান, দেশিয় বাজারে কাচা মরিচের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী। এসব মরিচ আমদানি হচ্ছে ভারতের বিহার রাজ্য থেকে। আমদানি বৃদ্ধি পেলে বাজারে দাম কমে আসবে। হিলি কাস্টমস এর তথ্য অনুযায়ী আজ কাঁচা মরিচ আমদানি হয়েছে ৩ হাজার কেজি যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ৬৩ হাজার টাকা।




error: Content is protected !!