মেখল মানবিক আইসোলেশন সেন্টার পরির্দশন করলেন আনিসুল সাবেক মন্ত্রী ইসলাম মাহমুদ এম পি

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

আসলাম পারভেজ,হাটহাজারীঃ
সাবেক মন্ত্রী ও প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি)শুক্রবার (১০জুলাই) বিকালে হাটহাজারী উপজেলার মেখলে আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে ইছাপুর ফয়জিয়া বাজারস্থ মরিয়ম আর্কেড সেন্টারে স্থাপিত মেখল মানবিক আইসোলেশন সেন্টার পরির্দশন করেন।
এ উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা মেখল মানবিক আইসোলেশন সেন্টারের প্রধান উদ্যোক্তা ও আবুল কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ ব্যাবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ইউনুছ গণি চৌধুরী,হাটহাজারী মডেল থানার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম,মেখল ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবদুল মালেক,মেখল আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইছা,আবুল কাশেম ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আবুল কালাম,মোহাম্মদ জাহাঙ্গীর সওদাগর, ইউপি সদস্য মোহাম্মদ কাইয়ুম মেম্বার সহ প্রমুখ।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, করোনাভাইরাস এখন একটি বৈশ্বিক সমস্যা। বিশ্বজুড়ে এ ভাইরাসের আক্রান্তে মানুষের মৃত্যু হচ্ছে। বাংলাদেশেও এর বিস্তার ঘটছে। দেশে এমন সংকটময় পরিস্থিতিতে মানুষকে সেবা দিতে ব্যাক্তি ও প্রতিষ্ঠানদের এগিয়ে আসার কথা থাকলেও অনেকে আসছে না অথচ মেখল ইউনিয়নে আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এগিয়ে এসে উদারতা এবং মানবিকতার পরিচয় দিয়ে আইসোলেশন সেন্টার করেছেন। এই আইসোলেশন সেন্টার থেকে প্রতিদিন মেখল সহ হাটহাজারীর বিভিন্ন এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদেরকে চিকিৎসা এবং সেবা আন্তরিকতার সহিত দিয়ে যাচ্ছে। এজন্য আমি উদ্যোক্তা জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরও বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই। সবাইকে সচেতন হয়ে উঠতে হবে। কেউ আক্রান্ত হলে সঠিক সময়ে তাকে চিকিৎসকের সাথে যোগাযোগ করার জন্য বলেন। পরে তিনি আইসোলেশন সেন্টার ঘুরে দেখেন এবং কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন।




error: Content is protected !!