ইউএনও আরিফুর রহমান করোনা রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট চালু করতে চান।

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

মোঃ তারিফুল আলম(তমাল)শেরপুর,জেলা,প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ীর ইউএনও আরিফুর রহমান করোনা রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট চালু করতে চান। এ জন্য তিনি সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে কিছু টাকা সংস্থানও করেছেন। এর পাশাপাশি জনসাধারণেরও সহযোগীতা কমনা করেছেন তিনি।এ নিয়ে তার নিজের ফেসবুক ও ইউএনও নালিতাবাড়ী আইডিতে একটি পোস্ট দিয়েছেন। শনিবার সকালে ওই দুই ফেসবুক আইডি ভিজিট করার সময় এ তথ্য পাওয়া যায়। ভিজিটররা সেই পোস্টের বিষয়ে নানা বক্তব্য তুলে ধরেছেন। ইউএনও’র ওই পোস্টের বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো। প্রিয় নালিতাবাড়ীবাসী, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট চালু করতে চাই। করোনার এই দুঃসময়ে কার কখন প্রয়োজন হয় তা আল্লাহপাক ভালো জানেন। আমি এডিপি থেকে এক লাখ টাকার ব্যবস্থা করেছি। আমরা নালিতাবাড়ীর জনগন যদি এগিয়ে আসি তাহলে এই ইউনিট চালু করা কোনো কঠিন কাজ নয়। সবার সহযোগিতা কামনা করছি। আল্লাহপাক সকলকে ভালো রাখুন। আমীন।তার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে সায়েদুল ইসলাম নামে একজন লেখেন, অনেক ভালো একটি উদ্যোগ স্যার, আপনার মাধ্যমে নালিতাবাড়ী উপজেলাবাসী খুবই উপকৃত হবে। মাসুদ কবির নামে আরেকজন লেখেন, আপনার জন্য অনেক অনেক দোয়া স্যার, ইনশাআল্লাহ পাশে থাকার চেষ্টা করবো। হারুন আর রশীদ লেখেন, ধনে আছে, দানে নেই। গপ্পে আগে, মাঠেও নেই। স্যার, নালিতাবাড়ীতে জনস্বার্থে কারোরেই তেমন পাবেন না। উনারা সবাই নিজ স্বার্থে তাল মিলিয়ে এগোয়। আপনার এই অতি মহৎ কাজটি সফল করুন নিজ দায়িত্বে এটাই চাওয়া।
রেজাউল করিম লেখেন, আপনার এই মহৎ উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। একটা ব্যাংক একাউন্ট খুলে দেন। আমরা সবাই সহযোগিতা করবো। এম এ হান্নান লেখেন, আপনার উদ্যোগের সঙ্গে একাত্বতা প্রকাশ করছি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে। সাধ্য অনুযায়ী যেকোনো ধরনের সহযোগিতা করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। ইমারসন পোদ্দার লেখেন, প্রশাসনিক কর্মকর্তা অনেকেই আসছেন আমাদের এই নালিতাবাড়ীতে সেবা দান করার জন্য কিন্তু আপনি স্যার বিরল এবং ব্যতিক্রম। আপনার উদ্দ্যোগ যেন সফল হয় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ভাল থাকবেন এবং নিজের যত্ন নিবেন।স্বাস্থ্য বিভাগের কর্তা সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফ জানান, জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮৮ জন আর এর মধ্যে সুস্থ হয়েছে ২৪৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন। জানা যায়, জেলায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১০৪ জনের। প্রতিবেদন পাওয়া গেছে ৩ হাজার ৯৭৪ জনের। আর নমুনা পরীক্ষার জন্য অপেক্ষমাণ রয়েছে ১৩০ জনের।




error: Content is protected !!