হাটহাজারীতে আবারো পশুরহাট অপসারণ করলেন ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

আসলাম পারভেজ,হাটহাজারীঃ
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে সরকারিভাবে ইজারাকৃত হাট ব্যতীত যত্রতত্র গরু-ছাগলের হাট বসানোর জন্য নির্মিত ৯টি প্যান্ডেল অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ উদালিয়া ও ধলই ইউনিয়নের সেকান্তর পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

এসময় সরকারি রাস্তা উপর গরু-ছাগলের হাট বসানোর জন্য নির্মিত ৯টি প্যান্ডেল/শেড অপসারণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন মডেল থানার পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শারীফ উল্যাহ বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সরকারিভাবে ইজারাকৃত হাট বসানোর নির্দেশনা থাকলেও নির্দেশনা অমান্য করে ব্যবসায়ীরা দক্ষিণ উদালিয়া ও ধলই ইউনিয়নের সেকান্তর পাড়া এলাকায় সরকারি রাস্তা দখল করে রাস্তার উপর গরু-ছাগলের হাট বসানোর জন্য প্যান্ডেল নির্মাণ করেছিল। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ রুহুল আমীনের নির্দেশনায় এ অভিযান চালিয়ে ৯টি প্যান্ডেল অপসারণ করা হয়।

তিনি আরও বলেন, সরকারি ইজারাকৃত হাট ব্যতীত যত্রতত্র কোন গরু-ছাগলের হাট বসানো যাবেনা। এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ও চৌধুরীহাট এলাকার থেকে ১৩টি প্যান্ডেল অপসারণ করেন ভ্রাম্যমাণ আদালত।




error: Content is protected !!