এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধিঃঅবশেষে পুলিশের কৌশলের কাছে গাঁজাসহ ধরা খেল নীলফামারীর সৈয়দপুরের শহরের কয়া গোলাহাট এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী বাবু ওরফে জঞ্জালু (৪৫)। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাদক বিক্রির দায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ তাকে দুই হাজার টাকা জরিমানসহ এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরে সৈয়দপুর শহরের কয়া গোলাহাট এলাকার ওয়াপদা মোড়ের খাদিজা ফিলিং স্টেশনের সামনে থেকে পুলিশ ক্রেতা সেজে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতাউর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সৈয়দপুরসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। পুলিশ জানায়, উল্লেখিত এলাকার বদরুদ্দিনের পুত্র তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বাবু পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছে। ঘটনার দিনে পুলিশের সহকারি উপ- পরিদর্শক আখতারুজ্জামান পলাশ ক্রেতা সেঁজে তাকে গাঁজাসহ হাতেনাতে আটক করে । পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উল্লেখিত সাজা প্রদান করেন। ওই দিনে তাকে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়।