অতিতের কোন সরকার এ মুক্তিযোদ্ধাদের কোন খবর রাখেনি – এমপি শাওন
এনামুল হক রিংকু লালমোহন(ভোলা)প্রতিনিধি:
মহামারী করোনা ভাইরাসের প্রকোপ থেকে নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনবাসী কে রক্ষার প্রত্যয়ে বিশেষ অবদান রাখায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন কে সংবর্ধনা জানিয়েছেন লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।
মঙ্গলবার (১ ডিসেম্বর) মহান বিজয়ের মাসের প্রথম সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে কমপ্লেক্স সম্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি শাওন ও উপজেলার সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
পরে কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭১’র রনাঙ্গনে যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, তারা দেশের মানুষকে পরাধীনতার শীকল থেকে মুক্ত করেছিল, অতিতের কোন সরকার এ মুক্তিযোদ্ধাদের কোন খবর রাখেনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে মূল্যায়ন করেছে
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সেই সকল সূর্য সন্তানদের সম্মানার্থে তাদের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, তাদের সন্তানদের জন্য চাকরির ব্যবস্থা করেছেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কে ১৫ লক্ষ টাকা বেয়ে ঘর করে দিয়েছেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার হাওলাদার,লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ, মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, আঃ আজিজ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহীন আহমেদ জুয়েল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাহ জামাল দুলাল, সাধারণ সম্পাদক বজলুর রহমান প্রমুখ।