আখেরী মোনাজাত শেষে মুরিদদের বিদায় জানাতে নদীর তীরে চরমোনাই পীর সাহেব
আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঐতিহাসিক চরমোনাই তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল শেষ হয়েছে।মাহফিল শেষে নদীর তীরে মুসল্লিদের বিদায় জানাতে ছুটে আসেন মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই ও নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।এবছর চরমোনাই ফাল্গুনের মাহফিলে ১কোটি মুসল্লিদের ঢল নামে ৫টি মাঠ কানায় কানায় পূর্ণ এ দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করছেন বিশ্ব ইজতেমার থেকে এবার চরমোনাই মাহফিলে বেশি মুসল্লিদের আগমন ঘটেছে।
এবার চরমোনাই মাহফিলে অসুস্থ হয়ে ১২ জন ইন্তেকাল করেছেন , তবে কেহ করোনায় আক্রান্ত হয়নি।এবছর চরমোনাই পীর সাহেবের বয়ান শুনে হাজার হাজার মানুষ গোনাহ থেকে তাওবা করে বাকি জীবন আল্লাহর পথে আল্লাহ রাস্তায় কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার অঙ্গীকার করেন।সরেজমিনে চরমোনাই গিয়ে দেখা যায় চরমোনাই পীরের দরবার একটি হক তরিকা ,আলেম উলামাদের তরিকা ,যেখানে গেলে চোর ডাকাত মাস্তান গোনাহ্ গার ফিরে আসে দীনের পথে শুরু করে দেয় আল্লাহর ইবাদত বন্দেগী।