আজমিরীগঞ্জ চরবাজারে ৩ টি স’মিলে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা ও বেল্ট জব্দ
নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জ চরবাজারে অভিযান চালিয়ে ৩ টি স’মিল’কে ৮ হাজার টাকা অর্থদণ্ড বেল্ট জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়,
আজমিরীগঞ্জ পৌর সভাধীন চরবাজারের লঞ্চঘাট রোডের মুন হলের অদূরে আজ সোমবার সকাল অনুমানিক সাড়ে ১১ টায় স’মিল গুলোতে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন। এ সময় লাইসেন্স বিহীন স’মিল পরিচালনা করায় করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ অনুসারে ” আমান আলী টিম্বার ‘ এর বেল্ট জব্দ করা হয়।
এছাড়া একই এলাকার আজিমনগরের বাসিন্দা মোঃ আক্তার হোসেন কে ৩ হাজার ও আমীর হোসেন কে ৫ হাজার টাকা সহ মোট ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় লাইসেন্স বহির্ভূত ভাবে করাতকল পরিচালনা না করা এবং কাঠের ক্রয়-বিক্রয় হিসাব এবং চিরাই কাঠে হিসাব রেজিষ্টারে সংরক্ষণের জন্য বলা হয়।
অভিযানে বনবিভাগ ও আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।